রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৭২

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ

তরুণ কণ্ঠ ডেস্ক,

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

 

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন শনিবার হবে কাউন্সিল অধিবেশন। এই সম্মেলনে উপস্থিত থাকতে বিএনপিকে দাওয়াত দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বিএনপির চার নেতার নামে দাওয়াত কার্ড পৌঁছে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ শিপু।

বিএনপির পক্ষ থেকে দাওয়াতপত্রগুলো গ্রহণ করেন দলের কেন্দ্রীয় সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু। এ সময় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির চারজন নেতার নামে কার্ড দিয়েছে আওয়ামী লীগ।

তাঁরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

এই বিভাগের আরো খবর