রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮৩

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বৃহস্পতিবার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯  

 

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘২৬ ডিসেম্বর আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর নতুন বছরের ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া হবে এবং একইসঙ্গে নতুন কমিটি কার্যক্রম শুরু করবে।’

কমিটিতে কারা থাকছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন পুরাতনদের সমন্বয়ে কমিটি করা হবে।’

মন্ত্রিসভার সদস্যরা কমিটিতে জায়গা পাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘স্পষ্ট হবে আগামীকাল। মন্ত্রিসভার সদস্যরা কমিটিতে জায়গা পাবেন কিনা এ নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্যরা। তিনি (প্রধানমন্ত্রী) এ বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত জানানোর পরই কমিটি পূর্ণাঙ্গ করে পরদিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’

‌গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষ দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল পর্বে টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এবং দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। ৮১ সদস্যবিশিষ্ট কমিটির ৪২টি পদ ওই দিনই ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরো খবর