রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২০

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়লেন যেসব মন্ত্রী

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯  

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহা

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহা

 


ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ পদের মধ্যে দুই দফায় ৭৪ নেতাকে পদ দেওয়া হয়েছে। তবে আগের কমিটি থেকে এবারের কমিটিতে একটু ভিন্নতা রয়েছে। পুরো কমিটি বিশ্লেষণ করলে দেখা যায়, এবারে কমিটিতে চারজন মন্ত্রী রয়েছেন। বাদ পড়েছেন নয়জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। 

গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২১ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। সেদিন শেখ হাসিনা দলের প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৪২ জনের নাম ঘোষণা করেন।

কাউন্সিলের চার দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যার ধানমণ্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আরো ৩২ নেতার নামের ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পূর্ণাঙ্গ এ কমিটিতে দেখা যায়, এখান থেকে বাদ পড়েছেন নয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, যারা আগের কমিটিতে ভালো পদে ছিলেন। তাঁদের মধ্যে আছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তিনি আগের কমিটিতে অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, তিনি আইনবিষয়ক সম্পাদক ছিলেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, তিনি আগের কমিটিতে মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ আগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিলেন। আগের কমিটির সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,  পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবার পদ পাননি।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আগের কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। এবার দলের কেন্দ্রীয় কমিটিতে কোনো পদ পাননি।

এই বিভাগের আরো খবর