শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৮

৪০০ মণ বিষাক্ত আম ধ্বংস

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

নির্ধারিত সময়ের আগেই ভিন্ন প্রক্রিয়ায় পাকিয়ে আনা ৪০০ মণ আম ধ্বংস করেছে র‌্যাব। বুধবার রাজধানীর যাত্রাবাড়ির আড়তে অভিযান চালিয়ে গাড়ির চাকার নিচে ফেলে এই আমগুলো ধ্বংস করা হয়। র‌্যাব বলছে, আমগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযানে আড়তের ৯ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মা এন্টারপ্রাইজ, সাদ্দাম এন্টারপ্রাইজ ও নাঙ্গলকোট এন্টারপ্রাইজকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়।

আর নান্নু এন্টারপ্রাইজ ও সজীব এন্টারপ্রাইজকে করা হয় ৩ লাখ টাকা করে জরিমানা। বন্ধু বাণিজ্যালয় ও মাদারীপুর বাণিজ্যালয়কে ২ লাখ টাকা করে এবং চন্দ্রপুরী সবজি ভাণ্ডার ও সাবিহা বানিজ্যালয়কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, রাজশাহীর বাগানে যে সব আম পাড়ার সময় এখনও হয়নি, সেসব আম আড়তে নিয়ে আসা হয়েছে। এই আমগুলো মে মাসের শেষ দিকে বাজারে আনার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই আম পাকিয়ে নিয়ে আসা হয়েছে। এটা অপরাধ।

এই বিভাগের আরো খবর