শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

শেখ হাসিনাসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না, ট্রাইব্যুনালের আদেশ আজ

নাজমুল হুদা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই আদেশের মাধ্যমেই নির্ধারিত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না।

 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেবেন।

 

 

গত ৭ ডিসেম্বর প্রসিকিউশন এই মামলায় অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উল্লেখ করেন:

  • ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অন্তত ২৬ জনকে অপহরণ ও গুম করার ঘটনা ঘটেছে।

  • আব্দুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ অনেককে বছরের পর বছর জেআইসি সেলে বন্দি রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে।

  • প্রসিকিউশনের দাবি, সকল গুমের নির্দেশনা সরাসরি শেখ হাসিনা দিতেন এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখতেন তাঁর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

 

 

এই মামলায় মোট ১৩ জন আসামির মধ্যে বর্তমানে ৩ জন গ্রেপ্তার রয়েছেন:

  1. মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (সাবেক পরিচালক, ডিজিএফআই)

  2. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী

  3. ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী

 

পলাতক আসামিরা হলেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআই-এর সাবেক পাঁচজন মহাপরিচালকসহ (ডিজি) মোট ১০ জন। পলাতক সাবেক ডিজিদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম প্রমুখ।

 

 

গুমের মামলার আদেশের পাশাপাশি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

ইতিহাসে প্রথমবারের মতো গুমের ঘটনায় সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার শুরু হওয়া নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য বিরাজ করছে।

এই বিভাগের আরো খবর