শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১০

যে কারণে ইন্টারনেটের গতি কম

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯  

 

বিভিন্ন ধরনের বেতার যন্ত্রপাতি দ্বারা মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক তরঙ্গে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং গ্রাহক পর্যায়ে কাঙ্ক্ষিত সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে, গ্রাহকরা নেটওয়ার্কে কল কানেক্ট, কলড্রপ, ইন্টারনেট গতি হ্রাসসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অনুমোদন ছাড়া ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান মোবাইল অপারেটরদের জন্য বরাদ্দকৃত তরঙ্গে (২- জি, ৩-জি ইত্যাদি) কর্ডলেস টেলিফোন সেট এবং নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামার, জিএসএম নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ নানা বেতার যন্ত্রপাতির কারণে এমন সমস্যা হচ্ছে।

এ বিষিয়ে বেতার যন্ত্রপাতি ব্যবহার সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে বিটিআরসি।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৫৫ (১) অনুযায়ী কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া বাংলাদেশ ভুখণ্ডে আঞ্চলিক সমুদ্রসীমায় এবং উহার উপরস্থ আকাশসীমায় বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা কিংবা ব্যবহার করবেন না। অথবা কোনো বেতার যন্ত্রপাতিতে কমিশন কর্তৃক বরাদ্দকৃত ফ্রিকুয়েন্সি ছাড়া অন্য কোনো ফ্রিকুয়েন্সি ব্যবহার করবেন না।

এক্ষেত্রে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাওনা আদায় করতে না পেরে গ্রামীণফোনকে ৩০ শতাংশ ও রবিকে ১৫ শতাংশ কম ব্যান্ডউইথ সরবরাহ করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর ফলেও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তারা বলছেন, এতে মূলত মোবাইল অপারেটরগুলোই লাভবান হচ্ছে। কারণ, আইআইজি অপারেটরদের বিল কম দিতে হচ্ছে তাদের।

এই বিভাগের আরো খবর