শনিবার   ১৫ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১ ১৪৩২   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

‘মানুষের আকাঙ্ক্ষার একভাগও পূরণ হয়নি’- আবদুল লতিফ সিদ্দিকী

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫  

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে একটি পরিষদ দেশ পরিচালনা করছে, তবে এটিকে তিনি “সরকার” মনে করেন না। তার মতে, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ সরকারের কাছ থেকে যে পরিমাণ প্রত্যাশা করেছিল, তার সামান্য অংশও পূরণ হয়নি।

 

শুক্রবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে সমর্থক ও অনুসারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি নিজ এলাকায় ফিরে আসেন।

 

লতিফ সিদ্দিকী বলেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও পারেননি—আর একজনের নাম আমি নিতে চাই না। জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দলে যোগ দেব না, তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।”

 

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, “এ দেশে যদি ‘জয় বাংলা’ বলাকে অপরাধ গণ্য করা হয়, তবে আমাকে প্রথমে গ্রেপ্তার করতে হবে। আমাদের কর্মীরা সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।”

 

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন দেশের স্বার্থে প্রয়োজন ছিল। তবে অভ্যুত্থান-পরবর্তী যারা জুলাইযোদ্ধা পরিচয়ে কার্যক্রম চালাচ্ছে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে আমি একমত নই।”

 

এই বিভাগের আরো খবর