রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৪৪

বঙ্গবন্ধু`র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগের দোয়া মাহফিল

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

আজ ১০ জানুয়ারি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১ঃ০০ ঘটিকার সময় মিলাদ মাহফিল, আলোক চিত্র প্রদর্শন ও রান্না করা খাবার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল ইসলাম শাহিন, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক, প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, যুগ্ন সম্পাদক বাবু শুভ্রত পাল, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ,সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছারাও ১৯ নং ওয়ার্ড রমনা থানা ঢাকা মহানগর দক্ষিণ যুব লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নেয় অনেক নেতাকর্মী।

এই বিভাগের আরো খবর