শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৩

ফেসবুকের স্টোরিজে পাঠানো যাবে স্পটিফাইয়ের গান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

স্পটিফাইয়ে শোনা পছন্দের গান চাইলে সরাসরি ফেসবুক স্টোরিজে বিনিময় করা যাবে। ফলে ফেসবুকের অন্য বন্ধুরাও সে গান শোনার সুযোগ পাবেন। নতুন এ সুযোগ দিতে নিজেদের ‘শেয়ার’ ট্যাবে ফেসবুকের নাম যুক্ত করেছে মিউজিক স্ট্রিমিং অ্যাপটি। এ জন্য স্পটিফাই থেকে গান রেকর্ডও করতে হবে না। 

গান শোনার সময় ‘শেয়ার’ ট্যাবে ক্লিক করলেই ফেসবুক নামে আলাদা অপশন চালু হবে। নির্বাচন করলেই সরাসরি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিজ ফিচারে যুক্ত করা যাবে গানটি। ফলে অন্য ব্যক্তিরা ফেসবুকে থেকেই স্পটিফাইয়ের গান শোনার সুযোগ পাবেন। এত দিন একই পদ্ধতিতে ‘স্পটিফাই’য়ের গান ইনস্টাগ্রামের স্টোরিতে বিনিময় করা যেত।

সূত্র : দ্য ভার্জ

এই বিভাগের আরো খবর