মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫  

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা বেশ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার রিটকারী সংগঠন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এ আপিল দায়ের করেন।

 

আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে এবং সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল করে রায় দেন। তবে সংশোধনীর পুরোটা বাতিল করেননি আদালত।

 

রায়ে আদালত বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, যা কেবল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিকশিত হতে পারে। কিন্তু দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। আদালতের মতে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে।

 

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ওই রায়ে পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেন। তবে জাতির পিতার স্বীকৃতি, ২৬ মার্চের ভাষণসহ অন্যান্য বিধান নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে সংশোধনের সুযোগ রেখে সংশোধনীর বাকিগুলো বহাল রাখেন।

 

এছাড়া রায়ে সংবিধানের ৭(ক), ৭(খ) এবং ৪৪(২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান পুনর্বহাল করা হয়।
 

 

এই বিভাগের আরো খবর