সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা,সেনাবাহিনী-র‍্যাবপুলিশ মোতায়েন

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, এপিবিএন ও অন্যান্য বাহিনীর সদস্য দিয়ে। সাঁজোয়া যানসহ সেনা সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

 

ট্রাইব্যুনালের সামনে বিজিবির অবস্থান নেওয়া হয়েছে; সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে পথচারীদের চলাচল সীমিত করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে কড়াকড়ি নজরদারি চলছে।

 

জুলাই হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি প্রথম রায়। মামলার তিন আসামির মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক, দুজনই বর্তমানে ভারতে রয়েছেন। গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

 

প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিহত পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে বিতরণের আবেদন করেছে। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাঁদের খালাস দাবি করেছেন।

 

এই বিভাগের আরো খবর