শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৪

টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন; গ্রেফতার ১

বি এ রায়হান, গাজীপুর:

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মোঃ আরিফ নামের এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বুধবার ১১ আগষ্ট মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানাধীন
নামার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আরিফ টঙ্গীর নামার বাজার এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী (১৬) সাথে একই এলাকায় বসবাসের সুত্র ধরে বন্ধুত্ব করে বিভিন্ন সময় বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষন করে আসামী আরিফ। এই ঘটনা ভুক্তভোগী কিশোরী থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে আাসমীকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিয়মিত আইনে মামলা দায়ের হয়েছে।আসামী আরিফকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর