সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

জমি দখল ও প্রাণে বাঁচতে সরকারের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫  

রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা উম্মে সালমা বিউটি অভিযোগ করেছেন, আশিয়ান সিটির সন্ত্রাসীরা তার প্লট দখলের চেষ্টা করছে এবং জমির সীমানা ভেঙে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে তার উপর কয়েকবার হামলা হয়েছে। শুধু তার নয়, আশপাশের অন্যান্য মালিকদের জমি দখলের চেষ্টা করছে ভূমিদস্যু আশিয়ান সিটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আশিয়ান সিটির অবৈধ জমি দখল, প্রতারণা ও জালিয়াতি বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেন উম্মে সালমা বিউটি।

লিখিত বক্তব্যে উম্মে সালমা বিউটি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার উপার্জিত টাকা দিয়ে জমি কিনেছি। আশিয়ান সিটির সন্ত্রাসীদের আক্রমণে জায়গা দেখতেও যেতে পারছি না। ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে ভেবেছিলাম, কিন্তু ভূমিদস্যুরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমারসহ আশপাশের নিরীহ মানুষের জমি দখলে নেমেছে।”

তিনি বলেন, দক্ষিণ থানায় অভিযোগ দিলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি নজরুল ইসলাম ভূঁইয়া ও তার ভাইদের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগীদের হত্যা হুমকি দিচ্ছে।

উম্মে সালমা আরও বলেন, “২০০৮ সালে দক্ষিণ পূর্বাচলে পাঁচ কাঠা জমি ক্রয় করি। বাউন্ডারি রেখেও আশিয়ান সিটির সন্ত্রাসীরা প্রাচীর ভেঙেছে এবং হুমকি-ধামকি চালাচ্ছে। প্রাণে বাঁচতে এবং নিজের অর্থে কেনা জমি উদ্ধার করতে অন্তর্বর্তী সরকারের সরাসরি হস্তক্ষেপ চাই।”

উল্লেখ্য, আশিয়ান সিটির বিরুদ্ধে দীর্ঘদিন জমি দখল ও জালিয়াতির অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা নতুন করে জমি দখল শুরু করে। উচ্চ আদালতের নির্দেশনায় রাজউক তাদের সব বিজ্ঞাপন, প্লট বিক্রি ও প্রচার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের মধ্যে প্রকল্পের সীমানা নির্ধারণ ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর