বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধানসহ নতুন আইন অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত এই আইনে গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সুচিস্মিতা তিথিও উপস্থিত ছিলেন।

 

প্রেস সচিব জানান, নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের ঘটনা তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, “গুমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে—এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক আইন। এই আইনের মাধ্যমে ভবিষ্যতে কোনো সরকারই আর গুমের রাজত্ব কায়েম করতে পারবে না।”
 

 

এই বিভাগের আরো খবর