সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৬ ১৪৩২   ১০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

খালেদা জিয়ার স্বাস্থ্যে উন্নতি – কিন্তু সত্যি কতটা স্থিতিশীল?

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫  

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। গত রোববার তিনি হাসপাতালের বিছানায় সামান্য নড়াচড়া করতে পেরেছেন এবং কথায় সাড়া দিয়েছেন।

 

চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, গত দুই দিনে খালেদা জিয়ার অবস্থায় সামান্য পরিবর্তন এলেও তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

 

সূত্রগুলো বলছে, পরিবারের উদ্বেগ থাকলেও গতকাল পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। দীর্ঘ যাত্রা, ফ্লাইটের চাপ এবং পরিবেশের পরিবর্তন তাঁর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখনো সেই ঝুঁকি নেওয়ার মতো অবস্থায় নেই তিনি। চিকিৎসকদের মূল লক্ষ্য – দেশেই সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাঁর অবস্থা স্থিতিশীল করা।

 

জানা গেছে, গতকাল খালেদা জিয়ার কিডনির ডায়ালাইসিস হয়েছে। তবে তিনি এখনো স্বাভাবিক খাবার খেতে পারছেন না।

এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন খালেদা জিয়া। লিভারের সমস্যা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায়

চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, খালেদা জিয়ার কিডনির জটিলতা, শরীরে পানি জমা এবং শ্বাসকষ্ট – সবকিছু মিলিয়ে খুব সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে।

 

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন গত শনিবার রাতে এক ব্রিফিংয়ে বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। চিকিৎসকদের লক্ষ্য – বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যাত্রা সইবার মতো অবস্থায় নেওয়া। কিন্তু এখনো সেই স্তরে পৌঁছাননি তিনি।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, পরিবারের মূল ফোকাস – খালেদা জিয়াকে বিদেশে নেওয়া। তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান বিষয়টা দেখছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন।

 

বিএনপির নেতারা প্রতিদিন খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন। তবে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ করেছে দল।

 

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির বিজয় মাসের কর্মসূচি স্থগিত খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিএনপির বিজয় মাসের মশাল রোড শো স্থগিত করা হয়েছে। গত রোববার নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “খালেদা জিয়া জীবন-সংগ্রামে আছেন। তাঁর এই অবস্থায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।”

 

তিনি বলেন, “সারা দেশে প্রস্তুতি চলছিল। কালুরঘাট থেকে শুরু করে বিভাগীয় সভা হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাডামের স্বাস্থ্যের কারণে সব স্থগিত। তাঁর সুস্থতার জন্য দোয়া করুন।”

 

গত শনিবার গুলশানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় মাসের কর্মসূচি ঘোষণা করেছিলেন। কালুরঘাট থেকে মশাল রোড শো শুরু করে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশ দিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এক দিন পরই স্থগিত।.

 

এই বিভাগের আরো খবর