বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

কঠিন সময়ের বিষয়ে ফের সতর্ক করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫  

বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও নিজের অবস্থান তুলে ধরে মনোনয়নপ্রত্যাশী নেতাদের আবেগে আপ্লুত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আবেগঘন বক্তব্যে পিনপতন নীরবতা নেমে আসে, অনেক নেতা কেঁদে ফেলেন এবং দলের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন।

 

তারেক রহমান বলেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ না করলে সামনে আরও কঠিন সময় আসবে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ পাবে।

 

সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আমার মা যেমন এই দলকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, আমিও তেমনি ভালোবাসি। বিএনপিই আমার ঠিকানা।”

 

তারেক রহমানের এই বক্তব্যে অনেক মনোনয়নপ্রত্যাশী জানান, তাঁরা মনোনয়ন না পেলেও দলের জন্য কাজ চালিয়ে যাবেন, কোনো আফসোস থাকবে না।

 

পাঁচ বিভাগের ৯ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, সভায় নেতাদের ভুলত্রুটি না করার পরামর্শ দিয়ে তারেক রহমান ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, যারা মনোনয়ন পাবেন না, দল তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করবে।

 

সভায় জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ২০০ থেকে ২৫০ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এক আসনে একজনকেই মনোনয়ন দেওয়া হবে। এছাড়া মনোনয়নপ্রাপ্তদের কোনো আনন্দ মিছিল, মিষ্টি বা ফুল বিতরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

 

সভায় উপস্থিত সিলেট ও খুলনা বিভাগের সাতজন মনোনয়নপ্রত্যাশী জানান, তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

 

সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, সভায় জানানো হয়েছে দল শিগগিরই প্রার্থী ঘোষণা করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাদের ঐক্যবদ্ধ থাকার ও ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

 

সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান জানান, দল ত্যাগী, পরিশ্রমী ও পরিচ্ছন্ন নেতাদেরই মনোনয়ন দেবে।

 

এছাড়া রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বিকেলে আলাদাভাবে মতবিনিময় করেন তারেক রহমান। রাজশাহী বিভাগের ১০০ এবং বরিশাল বিভাগের ৭০ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

 

রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, সভায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনোনয়ন যেই পাক, ধানের শীষকেই জিতিয়ে আনতে হবে। বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দলের স্বার্থে ঐক্য ধরে রাখার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 

 

এই বিভাগের আরো খবর