শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

এই সরকার অটো পাসের সরকার: ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

এই সরকার অটো পাসের সরকার মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনার অজুহাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অটো পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, জাতিকে ধ্বংস করার জন্যই অটো পাস।  পরীক্ষায় করোনার কারণটা একেবারেই অজুহাত।  গার্মেন্টস,  অফিস, আদালত সব চলছে।  দেখে বোঝার কোনো কায়দা নেই এখানে করোনার প্রভাব আছে।  তাই স্কুল-কলেজ বন্ধ রাখা কোনোভাবেই সুযোগ নেই।  এটা আমার জাতিকে ধ্বংস করে দেয়ার একটা অজুহাত। 

তিনি বলেন, আমরা একটা কল্যাণকর বাংলাদেশ চাচ্ছি, যেখানে পরীক্ষা দিয়েই সবকিছুতে উত্তীর্ণ হতে হবে।  আগের দিনের রাজনৈতিক কর্মীরা পরীক্ষা দিয়েই ধাপে ধাপে উপরে আসতেন। এখন তো তা না, তাদেরকে বসিয়ে দেয়া হচ্ছে।  এই পরিবর্তন না হলে কিছু হবে না।  এই পরিবর্তন করা আমি মনে করি খুব কঠিন কাজ না।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, আজকে যদি একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে মাথাউঁচু করে বলতে পারি- আগামী ১৫ দিনে ওষুধের মূল্য অর্ধেক হয়ে যাবে।  স্বাস্থ্যখাতের সব খরচ অর্ধেক হয়ে যাবে।  ব্যবসায়ীদের পর্যাপ্ত লাভ দিয়েই এটা সম্ভব।  ডাকাতি করে নয়।  বর্তমানে ব্যবসায়ীরা যেটি করছেন, সেটি ডাকাতি বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরো খবর