রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭০

আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা

তরুণ কণ্ঠ ডেস্ক,

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

 

আগামীকাল শুক্র ও শনিবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলনস্থলে গণজামায়েত হবে ধারণা করে ট্রাফিক ব্যবস্থা নিয়েও নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক (দক্ষিণ) বিভাগ।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় এই সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনস্থলে রাজধানীসহ সারা দেশ থেকে কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হবেন। সবার যাতায়াত নির্বিঘ্ন করতে সহযোগিতা চেয়ে একটি ট্রাফিক নির্দেশনা দিয়েছে পুলিশ।

এসব বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছেন। এই সম্মেলনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) জয়দেব চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘সবার যাতায়াত নিরাপদ ও সুশৃঙ্খল করতে আমরা সব ব্যবস্থা নিয়েছি। ট্রাফিক বিভাগ থেকে একটি ট্রাফিক নির্দেশনাও দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করব ট্রাফিক নির্দেশনা মেনে চলতে এবং আমাদের সহযোগিতা করতে। আমরা গাড়ির ধরন অনুযায়ী পার্কিং ব্যবস্থাও নিয়েছি।’

বিভিন্ন এলাকা থেকে আগত গাড়ি সমূহের পার্কিং ব্যবস্থা নিয়ে নির্দেশনা :

১. সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগ থেকে আগত গাড়িসমূহ গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমণ্ডি ৩২-সায়েন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

২. সদরঘাট, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর হতে আগত গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট মোড় ও দোয়েল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।

৩. মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ হতে আসা গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্বর ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

৪. ময়মনসিংহ বিভাগ, গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা হতে আগত গাড়ি মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানার সামনে দিয়ে কাকরাইল, রাজমণি ও নাইটিংগেল মোড় ঘুরে জিরোপয়েন্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

গাড়ির ধরন অনুযায়ী পার্কিংয়ের স্থান :

ভিআইপিদের গাড়ি সোহরাওয়ার্দী উদ্যান, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি রমনা টেনিস কমপ্লেক্স, বড় বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশীর মোড় (পূর্ব প্রান্ত), ছোট গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও বড় গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলোতে পার্কিং করবে।

এই বিভাগের আরো খবর