রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৩১

আওয়ামী লীগের সম্মেলন, আলোচনায় যেসব নেত্রী

তরুণ কণ্ঠ ডেস্ক,

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  


চলমান শুদ্ধি অভিযান ও ‘মুজিব বর্ষ’কে সামনে রেখে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলন হতে যাচ্ছে আগামী ২০-২১ ডিসেম্বর। সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে নজরকাড়া মঞ্চ। এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সম্মেলনের মধ্য দিয়ে দলের নীতি-নির্ধারণী কেন্দ্রীয় কমিটিতে বেশ কিছু পদে নারীরা  আসতে পারেন বলে জানিয়েছেন এক দায়িত্বশীল নেতা।

তবে বিষয়টি নিয়ে সরাসরি আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতা মন্তব্য করতে চান না। তাদের স্পষ্ট জবাব, এটা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়। তিনি যা ভালো মনে করবেন, তাই হবে। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাঁর নির্দেশ পালন করবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘গত সম্মেলনের চেয়ে এবার আমরা আরো বেশি সংখ্যক নারী সদস্যকে দলের নেতৃত্বের জন্য আনব। এবং আমাদের র্টাগেট থাকবে আগামী সম্মেলনে ৩০ শতাংশ নারীকে যুক্ত করার। যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন; ছাত্রলীগ, যুবমহিলা লীগসহ আওয়ামী লীগের ত্যাগী নেত্রীরাই  এ জায়গা দখল করে নেবেন এবং অবশ্যই আওয়ামী রাজনৈতিক পরিবারের সদস্য হতে  হবে।’

আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজন তরুণ নারী নেত্রী আসতে পারেন বলে আলোচনা রয়েছে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে। তাঁরা বলছেন, ‘আওয়ামী লীগের গত সম্মেলনের চেয়ে এবার বেশি সংখক নারী নেত্রীকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হবে।’

সর্বশেষ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে গঠিত কমিটিতে সভাপতি শেখ হাসিনাসহ নারী নেত্রীর সংখ্যা ১৫ জন। তার মধ্যে গত সম্মেলনে নতুন মুখ হিসেবে এসেছিলেন সাতজন। তাঁরা হলেন  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা,  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি, পারভীন জামান কল্পনা,  মারুফা আক্তার, পপিমেরিনা জাহান।

সেই হিসাবে এবারের সম্মেলনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের আলোচনায় আছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর, শহীদ ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরী মেয়ে ডা. নুজহাত চৌধুরী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশার‌ফের মে‌য়ে সাবেক সংসদ সদস্য মাহজা‌বিন খা‌লেদ, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভি, ম‌য়েজ উদ্দিনের মে‌য়ে সাংসদ মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিএস ১ ও ঢাকা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেলিমা খাতুন (ওয়াজেদ মিয়ার ভাগ্নি), আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তিমণ্ডলীর সদস্য কায়সার আহ‌ম্মে‌দের মেয়ে ওয়াসফিয়া খানম, ছাত্রলীগের সাবেক সহসভাপতি লুৎফুন্নাহার মুন্নি, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা বেগম কহিনুরসহ বেশ কয়েকজন।

ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়নে খুবই আগ্রহী। সেহেতু নারীদের আওয়ামী লীগে ভালো একটা অবস্থান হোক এটা আমিও চাই। তবে আমি চাইব তারা যেন অবশ্যই বিশুদ্ধ আওয়ামী লীগের হয়। রাজনীতির ব্যাকগ্রাউন্ডে যাদের জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা আছে, দুর্নীতিতে সম্পৃক্ততা আছে; এমন কেউ যেন না আসে । আওয়ামী লীগের  ২১তম সম্মেলনে একজন শহীদ পরিবারে সদস্য হিসেবে এটাই আমার কামনা। আমরা চাই একটি বিশুদ্ধ আওয়ামী লীগ।’

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা জানান, তাঁদের ধারণা এবার জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে নেতৃত্বের একটি ‘উল্লেখযোগ্য’ পরিবর্তন আসবে। এর উদাহরণ হিসেবে তাঁরা বলেন, অনেক ‘প্রভাবশালী ও হেভিওয়েট’ নেতা বাদ পড়ে যেতে পারেন। এটা নানা কারণেই হতে পারে। এবং সেই সংখ্যাটা একেবারে কম নাও হতে পারে। আর এখানে আসতে পারে অনেক নারী নেতৃত্ব।

এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খা‌লিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নেতৃত্বের পরিবর্তন একটি সম্মেলনের বিবেচ্য বিষয় নয়। সম্মেলনে একটি রাজনৈতিক দল কীভাবে, আগামী দিনের জন্য কী বক্তব্য নিয়ে আসছে, কী ধরনের চিন্তা-ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্যটা কী এবং পূর্ববর্তী লক্ষ্যের সঙ্গে আগামীর লক্ষ্যের কী ধরনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সেই বিষয়গুলোই হবে মূল বিষয়।’

আওয়ামী লীগের আগামী সম্মেলনে নতুন নেতৃত্বের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এই পার্টিতে শেখ হাসিনা অপরিহার্য। সভাপতি পদে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনিই আওয়ামী লীগের সভাপতি থাকছেন। আওয়ামী লীগের সব সম্মেলনেই নেতৃত্বের পরিবর্তন নবীন-প্রবীণের সমন্বয়ে হয়ে থাকে। এবারও তেমনই হবে। অপেক্ষাকৃত তরুণরাই সামনের দিকে আসবেন।

 

/এনটিভি

এই বিভাগের আরো খবর