রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নতুন তিন মুখ

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

 

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়েছে। সভাপতিমণ্ডলীতে এবার তিন নতুন সদস্য যুক্ত হয়েছেন। তারা হলেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।

১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে রয়েছেন শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, কর্নেল (অব.) ফারুক খান, মান্নান খান ও আবদুল মতিন খসরু।

এই বিভাগের আরো খবর