রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু অদৃশ্য এক শক্তি ধীরে ধীরে মাথা তুলছে। আজ সেই শক্তি দৃশ্যমান হয়ে উঠছে।” শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজকের কাউন্সিলে প্রার্থীরা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের জনগণই আমাদের মূল শক্তি। বিএনপির কাছে সবচেয়ে বড় সম্পদ জনগণ। জনগণের পাশে থাকতে হবে এবং জনগণকে আমাদের পাশে রাখতে হবে—যে কোনো মূল্যে এটিই নিশ্চিত করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্তই হবে সর্বোচ্চ। “বিএনপি একটি বিশাল পরিবার। নীতি-নির্ধারকেরা এ পরিবারের অভিভাবক। তাদের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের কাছে বিরূপ ধারণা সৃষ্টি করতে না পারে।”

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলন উৎসবমুখর হয়ে ওঠে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

এই বিভাগের আরো খবর