বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

অচিরেই জাতীয় বেতন স্কেল ঘোষণা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫  

কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তিনি বলেন, নতুন পে-স্কেল চালু হলে শিক্ষকদের বাড়িভাড়াসহ অন্যান্য আর্থিক দাবিরও সমাধান হবে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিক্ষকদের দাবির বিষয়ে আমরা অবিরাম কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আপনারা জানেন, অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে আছেন। তবুও আমরা রাতদিন কাজ চালিয়ে যাচ্ছি।”

 

রেহানা পারভীন বলেন, “কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল হবে, ইনশাআল্লাহ। এতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা দাবি করছি, আমরা চেষ্টা করছি— এর প্রভাব দেখতে সামান্য সময় লাগবে।”

 

তিনি আরও বলেন, “যতটা সম্ভব শিক্ষকদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লাম্প সাম বরাদ্দ থেকে শতাংশভিত্তিক পদ্ধতিতে যাওয়া একটি উত্তরণের দিক নির্দেশনা।”

শিক্ষা সচিবের এই মন্তব্যে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আশার আলো দেখছেন।
 

 

এই বিভাগের আরো খবর