শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬১

সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

এতে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রকাশ চন্দ্র দাস।
আরো বক্তব্য প্রদান করেন কম্পিউটার অপারেশনের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক রায়হানা আক্তার, ইংরেজি বিষয়ের প্রভাষক নুসরাত জাহান, বাংলা বিষয়ের প্রভাষক নাহিদ তামান্না, উদ্ভিদ বিদ্যা বিষয়ের প্রভাষক বেদান্ত হালদার।এস.এম.কলেজ ছাত্রলীগের  সাধারন সম্পাদক, নেয়ামুল ইসলাম নাইম।

বিভাগীয় প্রধান মোঃ শাহজাহান হাওলাদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনায় একাদশ শ্রেণির ছাত্রী আমিনা আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে একাদশ শ্রেণির ছাত্র গাজী সানাউল ইসলাম। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দীপান্বিতা রায় ও মোঃ আলভি।

 এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজু খলিফা এবং গীতা থেকে পাঠ করে প্রিয়াঙ্কা মালী।

 অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উপহার প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান হয়।

 পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মোঃ জাকির হোসেন।