বুধবার   ৩১ মে ২০২৩   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০   ১১ জ্বিলকদ ১৪৪৪

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৩৩

কন্যা সন্তানের বাবা হলেন তামিম

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

 

তামিম ইকবাল পরিবারের নতুন সদস্য হলো এক কন্যা সন্তান। আজ মঙ্গলবার ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিম-আয়েশা সিদ্দিকার কোল জুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। খবরটি দিয়েছেন স্বয়ং জাতীয় দলের ওপেনার তামিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু একটি ছবি আপলোড করে আনন্দের খবরটি প্রকাশ করেছেন। সেই ছবিটি কোন সন্তানের নয়, শুধু বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের একটি কার্ডের ছবি। সেই কার্ডে লেখা আছে ‘হ্যালো, আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’

দ্বিতীয় সন্তান আসার খবরটি দিয়েছিলেন তামিম স্ত্রী আয়েশা সিদ্দিকা। ২৪ অক্টোবর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন- ‘আমি জানি, ছবিটির মান খুব একটা ভাল নয়। তবে ছবিটি আমার কাছে অমূল্য। আমাদের চারজনের পরিবার ইনশাল্লাহ।’ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফরে যাননি তামিম। পারিবারিক এই কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন বিসিবি থেকে। 
 
২০১৩ সালের জুনে দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন তামিম ইকবাল খান। বিয়ের তিন বছর পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির ঘর আলো করে আসে প্রথম সন্তান আরহাম ইকবাল খান।

এই বিভাগের আরো খবর