ঈদে নতুন ট্রেন্ড ব্লক কটনে অরামের ব্র্যানশ্যে
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

ইউরোপের এই সময়ের ট্রেন্ড ব্র্যানশ্যে শব্দটি বেশ আলোচিত। ক্যাজুয়াল ট্রেন্ডি নিত্যদিনকার পোশাক ফরাসী ফ্যাশনে ব্র্যানশ্যে নামে আলোচিত।
সেই ব্র্যানশ্যে নিয়ে এবারের ঈদে পোশাক ডিজাইন করেছে ফার্স্ট ফ্যাশন স্টার্টআপ অরাম বাংলাদেশ। ব্লক প্রিন্ট ও কটন কাপড়ের মাধ্যমে ঈদে ভিন্ন-ধারার পোশাক বাজারে এনেছে ডিজাইন হাউজটি।
ট্রেন্ডি আউট-ফিট, মিনিমালিস্টিক কালার টোন, সিগনেচার প্যাটার্ন আর উপমহাদেশের আবহাওয়ার ভিন্নতায় কটন কাপড়ের ওপর নকশা তৈরি করা হয়েছে।
অরাম বাংলাদেশের প্রধান কর্মকর্তা নিশাত আনজুম জানান, 'ঈদ উপলক্ষে পোশাআমরা নজরকাড়া ডিজাইনে যেমন মনোযোগ দিয়েছি, তেমনি ক্রেতাদের পোষাকে স্বাচ্ছন্দ্যবোধের দিকেও খেয়াল রাখছি আমরা।
ঈদ উৎসবে বিকালের দিকে উষ্ণ আবহাওয়াতে ঘোরাঘুরি আর পারিবারিক আড্ডায় অরামের পোশাকগুলো দারুণ মনোমুগ্ধকর।'
রিটেইল স্টোর ও অনলাইন থেকে কেনা যাবে ব্র্যানশ্যে পোশাকগুলো। এবারের ঈদের ভিন্নমাত্রার ব্র্যানশ্যে পোশাকগুলোর নকশা করেছেন আলোচিত ব্লক ডিজাইনার লোপা। facebook.com/AURUM.bd/ সাইট থেকে প্রিঅর্ডার করা যাবে বিভিন্ন পোশাক।