মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৫ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামার ঘোষণা দিল চট্টগ্রাম রয়্যালস

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

বিপিএল দ্বাদশ আসরের ঠিক আগে মালিকানা নিয়ে সন্দেহ, ফ্র্যাঞ্চাইজির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন এবং মেন্টর হাবিবুল বাশার সুমনের হঠাৎ পদত্যাগের ফলে সৃষ্ট বিতর্ক সামলে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করল চট্টগ্রাম রয়্যালস।

মঙ্গলবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বিপিএল থেকে তাদের নাম প্রত্যাহারের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

 

 

বিবৃতিতে চট্টগ্রাম রয়্যালস জোর দিয়ে উল্লেখ করেছে, নাম প্রত্যাহারের এই গুজবের কোনো সত্যতা নেই এবং তারা বিসিবি বা কোনো গণমাধ্যমকে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

দলটি তাদের পেশাদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানায়:

 

"চট্টগ্রাম রয়্যালস সততা ও স্বচ্ছতায় বিশ্বাসী। টুর্নামেন্টকে সামনে রেখে ম্যানেজমেন্ট পূর্ণ প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।"

 

 

দলটির মেন্টর ও ম্যানেজারের পদ থেকে হাবিবুল বাশার সুমনের সরে দাঁড়ানো নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশাও দূর করেছে রয়্যালস কর্তৃপক্ষ। তারা ব্যাখ্যা দিয়েছে, সুমন বিপিএলের টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছেন। স্বার্থের সংঘাত এড়াতেই তিনি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়েছেন এবং এ জন্য দল তাঁর প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছে।

 

 

বিদেশি কোচের পথে না হেঁটে এবার স্থানীয় কোচিং স্টাফের ওপরই ভরসা রাখছে চট্টগ্রাম রয়্যালস। নতুন ঘোষণা অনুযায়ী, দলের:

 

  • প্রধান কোচ: মমিনুল হক।

  • ব্যাটিং কোচ ও মেন্টর: সাবেক ক্রিকেটার তুষার ইমরান।

মালিকানা এবং ব্যাংক গ্যারান্টি নিয়ে গুঞ্জন থাকলেও, চট্টগ্রাম রয়্যালস নিলামে সরব ছিল এবং ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিতর্ক আর সমালোচনার ঝড় সামলে এখন মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে চট্টগ্রাম রয়্যালস।

এই বিভাগের আরো খবর