রাফেজা ইমরোজ`এর কবিতা গুচ্ছ
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রোববার

(এক)
সেইদিন
চাইলেও আসবেনা
এমনি রৌদ্র ঝরা আলোর দিন,
চির রাতের অন্ধকারেই
চিরতরে থাকবো অন্তরীণ..।
পাবোনাকো অন্নজল
পাবোনা আলো হাওয়া
চির ঘুমন্ত থাকবে সুপ্রভ নয়ন..
শত সাধনার ভুবন
বাহুল্যতায় সাজানো জীবন
চির রাত্রিরেই তার অন্তর্ধান..।
(দুই)
আগুনে হাত না রেখেও
মানুষ পোড়ে
বৃষ্টিতে গা না ভিজিয়েও
মানুষ ভেজে ভরা জলে,
দহন আড়ালে ঢেকেও
আরশীতে মলিন মুখের
অমলিন ছবি ভেসে থাকে,
প্রেমের বেদনা বন্দী করেও
অবুঝ মনগুলো
অপাত্রে ভালোবাসার রোমাঞ্চকর
ছবিখানি আঁকে,
আহা
এক জীবনে
সাদা মনের মানুষগুলো
কত কি
অসহ্য কে সহ্য করে বাঁচে
ক'জনাই বলো তাকে যাচে..?
অদ্ভুদ এই জীবন খাতা
না পুড়েও পোড়ে
না ভিজেও ভেজে
স্বপ্নরা সব স্বপ্ন ঘোরেই থাকে
হাসির মাধুরতায় ঢেকে
কষ্ট পোড়া নিরবতা।
(তিন)
যেন
অফুরন্ত অলস বেলা
দিচ্ছে উঁকি..
একেলা একেলা ঘাস ফড়িং এর
দূরান্তপনার
জলছবি আঁকিবুকি....
নেই কোথাও কেউ নেই
আহা শূণ্যতার কি অবাক
বিহ্বলতা...
কেড়ে নিতে চায়
বহুকালব্যাপী গচ্ছিত
হিয়ার চঞ্চল সরবতা...
মন বলে
কিছু মানুষ
আজীবনকাল পোষে
অপ্রিয় নিঃসঙ্গতা একাকী..
যদিও পৃথিবীর বুকে
দিবারাত্রি জ্বলে
অগনিত জ্যোৎস্না স্নাত
মনোহরা জোনাকি...
(চার)
রাতের স্বপ্ন
প্রভাতের পদতলে পিষ্ট....
রঙ্গিন স্বপ্নে
ফের আঁখিদ্বয় আবিষ্ট.....
এই তো জীবন
চতুরঙ্গী মোহ
মন কে সদা রাখে মোহাবিষ্ট.....
নিশ্বাসের কাঁধে ভর ফেলে
চলন্ত সময়ের সিড়ি বেয়ে
আকাশ ছোঁয়ার অসীম প্রতিযোগিতা...
পরিধির বৃহৎ জৌলস
হঠাৎ হবে বৃন্তচ্যুত...
অবুঝ মন
এক মুহূর্ত
সেই অনুকম্পনে হতে চায়না ভাবনাবিষ্ট....
(পাঁচ)
অগনিত সময়কে
হত্যা করে মানুষ
ভাবনার কষাঘাতে,
অগনিত স্বপ্নকে
হত্যা করে মানুষ
ঘুমন্ত চোখ দুটিকে
জাগিয়ে রেখে..;
দুঃখ কতটা থাকে তাতে..?
দুঃখ রয়ে যায়
বয়ে যায় মানুষ
নিশ্বাস প্রশ্বাসের
অবসন্ন দীর্ঘশ্বাসে
যখন
ভালোবাসা দিয়ে
হত্যা করা যায় না
ভালোবাসার
মানুষগুলোকে...!