সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

নীলফামারী জেলা পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার

 

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় জলঢাকায় থানা পুলিশের আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা হয়েছে। শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) সাপ্তাহিক বন্ধের দিনে একটি আত্মহত্যা মামলার তদন্তে এসে উপস্থিত লোকজনের সাথে আত্মহত্যা সম্পর্কে নানাবিধ সচেতনতামূলক আলোচনা হয়। এসময় জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সবার উদ্দ্যেশ্যে বলেন, আত্মহত্যা ধর্মীয় ভাবে মহাপাপ সেই সাথে আত্মহত্যার চেষ্টা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। আত্মহত্যাকারীর লাশ নিয়ে পরিবারের লোকজন, থানা পুলিশ ও হাসপাতালের ডোম সহ সকলের বাড়তি পরিশ্রম মৃতদেহের বিব্রতকর বিড়ম্বনা ইত্যাদি সমস্যার সম্মখীন হয়। তিনি আরো বলেন, আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়। তাই আত্মহত্যা না করার জন্য মানসিক শক্তি বৃদ্ধি করার দরকার। যেকোনো সমস্যায় থানা পুলিশের সহযোগিতা নিন। থানায় উপস্থিত হতে না পেলে ফোন করুন আমরা আছি আপনাদের সাথে।


জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম জানান, আমরা শুধু আত্মহত্যাই নয়, সব বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমাদের জেলা পুলিশের সদস্যদের নির্দেশনা দেওয়া আছে যখন যে বিষয়ে যেখানেই যাও না কেন সবাইকে সে বিষয়ে সচেতন করার চেষ্টা কর। তারই অংশবিশেষ এটি।