সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

দ. সুনামগঞ্জে পচা-বাসি খবার পরিবেশনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

জামিউল ইসলাম তুরান -দ. সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত তিনটি রেস্টুরেন্টসহ একটি কনফেকশনারি ও স্টোরে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ২ টায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার পাগলা বাজারের  ইমাদ রেস্টুরেন্টকে দশ হাজার, মা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, বিজয় রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও বাদশা কনফেকশনারিকে পাঁচ হাজার ও শান্তিগঞ্জ বাজারের মামুন স্টোরকে পাঁচ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সুনন্দা রায়(ভূমি) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তাঁরা বলেন,  'প্রতিটি রেস্টুরেন্টে বাসি ও পচা খাবার পাওয়া গেছে। একটি কনফেকশনারি ও স্টোরে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার পাওয়া যায়। এসব খাবার পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে'।

এসময় উপস্থিত ছিলেন,  দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র গোপ, নাজির আবু বক্কর, দৈনিক তরুণকন্ঠ'র দ. সুনামগঞ্জ প্রতিনিধি    জামিউল ইসলাম তুরান, পুলিশ কন্সটেবল মোস্তফা, মোশাররফ ও শ্রমিক নেতা বজলুর রহমান প্রমুুুখ।