বইয়ের প্রতি ভালোবাসা -বায়েজীদ
প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বইয়ের প্রতি ভালোবাসা
বায়েজীদ
আলোকিত!
যদি ভালোবাসো আমাকে,
তাহলে বই কিনে দাও!
যার আলোয়
আলোকিত হব।
যদি ভালোবাসো আমাকে!
তাহলে জ্ঞান দাও,
যে জ্ঞান দ্বারা
আলোকিত হবে
একটি জাতি !
যদি ভালোবাসো আমাকে!
মুক্ত আকাশে
উড়তে শিখাও,যেন
মেঘের রাজ্যে ছড়িয়ে দিতে
পারি একটি
বিশুদ্ধ ভালোবাসা।
যদি ভালোবাসো আমাকে!
একটি স্বাধীন
মস্তিষ্ক দাও !
যে মস্তিষ্ক জন্ম দিবে
একটি নিষ্পাপ
লাল গোলাপ !
যার সুবাসে হয়ে উঠবে একটি পবিত্র ভালোবাসা।
যদি ভালোবাসো আমাকে!
তাহলে তোমার
প্রেমের গল্পের
বিরতির সময় টুকু
লাইব্রেরীতে নিয়ে যাও!
যদি ভালোবাসো আমাকে! স্বাধীনভাবে বাঁচতে শিখাও ।