চর কাজল মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বয়েজ স্টার
আবু নাঈম নোমানঃ
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর কাজলে স্থানীয় তরুণদের উদ্যোগে মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ঘটিকায় উপজেলার চর কাজল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্লোজার সদর কিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে বয়েজ স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চর কাজল ইউনিয়ন আওয়ামিলীগ সেক্রেটারি মুজিবুর রহমান খান।
উল্লেখ্য, খেলা পরিচালনা করেন রানা খান। ৯০ মিনিটের খেলায় কোন দলই গোল করতে না পারায় পেনাল্টিতে জয় লাভ করে বয়েজ স্টার ক্লাব। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় রানার্সআপ দল ক্লোজার সদর কিং এর জসিম। চ্যাম্পিয়ন পুরস্কার ছিল ১৭" একটি মনিটর এবং রানার্সআপ পুরষ্কার ছিল ১৪" একটি মনিটর।
