সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

অস্থির সজলকে শান্ত করল তিশা

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

‘একটি ছেলে তার জীবনের সব কিছু নিয়ে অস্থির থাকে। সবকিছু নিয়ে মাথা গরম করা তার স্বভাব। সে তার জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাই অস্থির হয়ে যায়। একপর্যায়ে ছেলেটির জীবনে একটি মেয়ে আসে। তারপর ছেলেটির মধ্যে এক ধরণের পরিবর্তন আসে।’- এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অস্থির ছেলেটা’।

নাটকটি পরিচালনার পাশাপাশি রচনা করেছেন ও চিত্রনাট্যও করেছেন মাবরুর রশীদ বান্নাহ্। আর এ নাটকে অস্থির ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। আর সজলে বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।

নাটকে দেখা যাবে, অস্তির সজলের জীবনে এসে তাকে শান্ত শিষ্ট করে তোলে তিশা।

সজল বলেন, ‘প্রত্যেকটা শিল্পীই এমন কিছু কাজ করতে চায়, দিন শেষে সেই কাজটা করে যেন সে আত্মতৃপ্তি পায়। কাজটা করে খুব ভালো লেগেছে। আর বান্নাহর নির্মাণ শৈলী বেশ ভালো। খুব গোছালো ভাবে কাজ করে এবং কাজের প্রতি সে ভীষণ সিনসিয়ার।’

বান্নাহ্ বলেন, ‘এ নাটকের গল্পটা একটু আলাদা ধাঁচের। সজল ভাইয়ের সঙ্গে এটা প্রথম কাজ । কাজটির বিষয়ে সজল ভাই খুবই আন্তরিক ছিলেন। তার আন্তরিকতা দেখে তার প্রশংসা করে আমি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছি। সর্বপরি কাজটা ভালো হয়েছে। বাকিটা দর্শক দেখার পর অনুধাবন করতে পারবেন।’ 

নির্মাতা সূত্রে জানা গেছে, ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই নাটকটি মুক্তি দেয়া হবে।