সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

চলচ্চিত্র পরিবারের কাছে সিয়ামের অনুরোধ

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১১:১১ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

এফডিসিতে জমকালো আয়োজনে বৃহস্পতিবার (২২ নভেম্বর) রায়হান রাফী পরিচালিত ‘দহন’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। শোনা যাচ্ছিল জাজ মাল্টি মিডিয়া ও চলচ্চিত্র পরিবারের সব দ্বন্দ্বের অবশান ঘটতে যাচ্ছে। এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল চলচ্চিত্র পরিবারের ১৮টা সংগঠনকেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তারিক আনাম খান, ওমর সানি, অমিত হাসান, ডিএ তায়েব, সিয়াম আহমেদ, বাপ্পারাজ, নাদের চৌধুরী, পূজা চেরি, অমৃতা খান, চিত্রপরিচালক জাকির হোসেন রাজু, ওয়াজেদ আলী সুমন, ইফতেখার চৌধুরী, সঙ্গীতপরিচালক ইমন সাহা, ইমরান ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ অনেকে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরেণ্য অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব চিত্রনায়ক ফারুকের। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় এক ভিডিওবার্তা পাঠান তিনি। চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি ও সহকারী পরিচালক সমিতিসহ চলচ্চিত্রাঙ্গনের সকল সংগঠনের নেতা ও সদস্যদের উপস্থিত থাকার কথা শোনা গেলেও পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের সদস্যদের তেমন কেউ ছিলেন না।

এই অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের প্রতি অনুরোধ করে পোড়ামন ২ সিনেমার নায়ক সিয়াম আহমেদ বলেন, ‘আমরা ছোট মানুষ। এই পরিবারের সব চেয়ে ছোট মেম্বার আমরা। আমরা কি বড়দেরকে একটা অনুরোধ করতে পারি না। চলেন আমরা আবার সবাই এক হই। বাবা মা ভাই বোন মিলে আবার এক সঙ্গে বসবাস করতে শুরু করি।’