শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স বন্ধ হয়ে গেল

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

 

বসুন্ধরা সিটি শপিং মলে আর কখনোই খুলবে না স্টার সিনেপ্লেক্স। ঢাকাবাসীদের বিনোদনের জনপ্রিয় এই মাধ্যমটি বন্ধ হয়ে গেল। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে দেশের আর সব সিনেমা হলের মতো আপাতত বন্ধ রয়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। গেল ২০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ ছিলো।

কখন খুলবে হল ও সিনেপ্লেক্স এই নিয়ে যখন চারদিকে মিটিং-মিছিল ও অপেক্ষা তখন জানা গেল মন খারাপের এক খবর।