শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তৃতীয় দিনের শুরুতেই আউট মুশফিক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১০:০১ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

ক্রিজে আছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ তবু বড় স্বপ্ন দেখছিল তাকে ঘিরে। যদিও তৃতীয় দিনের শুরুতেই সেই স্বপ্নভঙ্গ। শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন মুশফিক। তার আউটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৭৩ রান।

দিনের শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন মুশফিক। ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে তাই টেনে তুলতে পারেননি বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। স্পিন সহায়ক পিচেও নিজের পেস ও বাউন্স দিয়ে উইকেট তুলে নেন গ্যাব্রিয়েল। তার গতির সঙ্গে হঠাৎ লাফিয়ে ওঠা বল মুশফিক রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট ঠেলে দিলেও কাজ হয়নি। বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে ১৯ রানে।

দ্বিতীয় দিনে ৭৮ রানের লিড নেওয়ার সুযোগ শেষ বিকেলে খুব একটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। একের পর এক টপ অর্ডার ব্যাটসম্যানরা মাঠ ছেড়েছেন একটু পরপর। তাতে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলার পর উল্টো স্বাগতিকরাই পড়ে অস্বস্তিতে। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে এগিয়ে ছিল ১৩৩ রানে।