আকর্ষণীয় হয়ে উঠছে কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১১:৫৭ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ছুটির দিন ছাড়াও সাধারণ সময়ে এখানে এত বেশি পর্যটকের আগমন ঘটে যে, হোটেল-মোটেলগুলোতে মানুষের তিল ধারণের জায়গা হয় না।
সুউচ্চ পাহাড় আর বিশাল সমুদ্রের মিলনমেলার অপরূপ সৌন্দর্যের লীলানিকেতন কক্সবাজার দেশের প্রধান পর্যটন শহর হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে।
তাই পর্যটন খাতে এর আয় বাড়াতে অবকাঠামোগত ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যটকদের আকর্ষণের জন্য কক্সবাজার ও এর আশপাশের এলাকাকে আরও আকর্ষণীয় হিসেবে গড়ে তোলা হচ্ছে।
পর্যটন অবকাঠামো নির্মাণে কক্সবাজারে ২৫টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যার বিনিয়োগ ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার কোটি টাকা।
এই প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- আধুনিক হোটেল-মোটেল নির্মাণ,কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন, সোনাদিয়াকে বিশেষ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা, ইনানি সৈকতের উন্নয়ন, মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, টেকনাফের সাবরায়েং ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ, শ্যমলাপুর সৈকতের উন্নয়ন,কুতুবদিয়ায় বায়ু বিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ,চকোরিয়ায় মিনি সুন্দরবনে পর্যটকদের গমনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,ঝিলংঝা সৈকতের উন্নয়ন, চট্টগ্রাম কক্সবাজার রেলপথ নির্মাণ, ডুলাহাজরা সাফারি পার্কের আধুনিকায়ন ইত্যাদি।
এছাড়া সরকার বাংলাদেশ পর্যটন করপোরেশন কক্সবাজারে আরও দুটি মোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এমনকি সেখানে বাংলাদেশ বিমান-নৌবাহিনীর উদ্যোগে একটি বড় গেস্ট হাউস নির্মিত হচ্ছে।
এছাড়া রামুতে যোগাযোগ ব্যবস্থা, শাহপরীর দ্বীপের চার পাশে বেড়িবাঁধ, মেরিন ড্রাইভ সড়ক, মহেশখালীকে পাওয়ার হাব, সোনাদিয়া দ্বীপে অর্থনৈতিক অঞ্চল, কুতুবদিয়া দ্বীপে বায়ু বিদ্যুৎ প্রকল্পসহ রয়েছে নানামুখী উন্নয়ন প্রকল্প।
