সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় শাশুরীর মাথা ফাটাল ছেলের বৌ

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

তুচ্ছ ঘটনা ও পরিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে শাশুরীর মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে আপন ছেলের বৌ’ য়ের বিরুদ্ধে। আহত শাশুরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, শুক্রবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী হিন্দু পাড়া এলাকায় শাশুরী বিলাশী রানীর সাথে তার ছেলে রিপন চন্দ্রের স্ত্রী রবিরানী দাসের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবির্তক হয়। এর জের ধরে ছেলের বৌ রবিরানী দাস কাঠের টুকরো দিয়ে শাশুরী বিলাশী রানীকে এলোপাথালী পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এ সময় শাশুরী বিলাশী দাস মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিলাশী রানী জানান, তার ছেলের বৌ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রায়ই মারধর করে। এ নিয়ে শাশুরী তার ছেলে রিপনের কাছে নালিশ করলেও তার বৌ ছেলের কোন কথা শুনে না। শুক্রবার সকালে তার ছেলে বাড়িতে না থাকায় তার বৌ তাকে পিটিয়ে আহত করে।