শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

বঙ্গবন্ধু কোন ব্যক্তি বা দলের নয়, তিনি সমগ্র জাতির: জিএম কাদের

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয়পার্টি সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে সোনারগাঁয়ে জেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে জাতীয়পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বঙ্গবন্ধু নিজের দলের নেতা হিসাবে কাজ করেননি তিনি সকল মানুষের নেতা হিসেবে কাজ করেছেন। একমাত্র বঙ্গবন্ধু এমন এক নেতা যিনি বাংলাদেশের নয় সারাবিশ্বের নেতা হিসেবে উপাধি পেয়েছেন। বঙ্গবন্ধুর দেয়া ৭ মার্চের ভাষনকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জেলখানায় ছিলেন কিন্তু ওনার নামে সম্পূর্ণ স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে। মুজিবের নির্দেশে বাঁশের লাঠি নিয়েও হাজার হাজার যুবক যুদ্ধ করেছেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির নেতা এম,এ জামান, শম্ভপুরা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রউফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি আলী হোসেন প্রমূখ।