শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

প্রয়াণ দিবসে বোঝা যাচ্ছে, নজরুলের গান মানুষ শোনে না ধারণাটি ভুল

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৪তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো নানা আয়োজনে পালিত হচ্ছে নজরুল প্রয়াণ দিবস। যদিও করোনাকালে বেশকিছু ক্ষেত্রেই এসেছে ভিন্নতা। এসব নিয়েই মানবজমিনের সাথে কথা বলেছেন উপমহাদেশের জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী, লেখক, দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত ফাতেমা তুজ জোহরা।

দুপুরে চ্যানেল আই'র সরাসরি অনুষ্ঠানে নজরুলের গান গেয়ে ফিরছিলেন তিনি৷ জানালেন কিছুক্ষণ পরই নজরুল বিষয়ে একটি ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে থাকছেন। বিকেল ৫টায় রয়েছে শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠান। রাতেই প্যারিস থেকে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন।

এইতো গেলো আজকের দিন। আগামীকালও দেশ টিভি আয়োজিত সরাসরি নজরুলগীতির অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা। এছাড়া বিভিন্ন ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানতো থাকছেই।

করোনাকালে নজরুল প্রয়াণ দিবস পালনে কোন ভিন্নতা চোখে পড়ছে কিনা জানতে চাইলে বলেন, সব মিলিয়ে আমারতো মনে হচ্ছে মানুষের মাঝে নজরুলকে নিয়ে, নজরুলের গান নিয়ে আগ্রহ আরো বেড়েছে।

অসংখ্য আলোচনা আর গানের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। বোঝাই যাচ্ছে, অনেকে যে বলেন নজরুলের গান মানুষ তেমন শোনে না, এই ধারণাটা ভুল।

এসব দেখে আপনার কেমন লাগছে? 'মানুষের মাঝে নজরুলকে নিয়ে এই আগ্রহ-উদ্দীপনা যেনো আমার মনের একটা বিজয়। আশা করি দ্রুত করোনার এই ভয়াবহতা কেটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন।