মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আজ ইসিতে যাবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

নির্বাচন আসলেই একটি অপশক্তি সংখ্যালঘুদের হত্যা-হুমকি এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা এবং আঘাত করে। সেজন্যে নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি এবং  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আজ শুক্রবার বিকেল ৪ টায় নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে ১৪ দল।   

জানা যায়, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ক্ষমতাসীন জোটের ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিকে চিঠি দিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানাবে।

এছাড়াও নির্বাচনকে সামনে রেখে বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানাবে হবে ১৪ দলের পক্ষ থেকে।

ক্ষমতাসীন ১৪ দলের প্রতিনিধি দলের পক্ষে ইসিতে যাবেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, ন্যাপের যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন এবং গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার।