সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

মেলান্দহে বিয়ের গেটে অগ্নিসংযোগ, আহত-৩

শারমিন আক্তার

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

 

জামালপুরের মেলান্দহে বিয়ের গেটে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ৩জন আহত হয়েছে। ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে আদ্রা ইউনিয়নের বাঘাডোবা বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন-গেন্দি বেগম (৪০), আঃ রহিম (৪৫) এবং মুক্তা বেগম (২৬)।

জানা গেছে, বাঘাডোবা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে হীরা আক্তারের (১৮) বিয়ে ঠিক হয় ময়মনসিংহ-এর ত্রিশাল এলাকার স্কুল শিক্ষক রাশেদ মিয়ার (২৫)-এর সাথে। ২৪ আগস্ট কনের বাড়িতে বরযাত্রী আসার কথা। বিয়ের আগেরদিন গেট নির্মাণ-আলোক সজ্জা সম্পন্ন করে কনের পক্ষ। 

এমতাস্থায় প্রতিবেশি লেবু মিয়ার ছেলে জয় (১৯) বিয়ের গেটে অগ্নিসংযোগ করে। এ নিয়ে হট্রগোল হয়। জুয়েলের স্ত্রী-কনের মা আকলিমা বেগম (৪০) জানান-জমিজমা বিরোধের জের ধরে এমনটা করেছে। হট্রগোল চলাকালে জয় চাকু দিয়ে গেন্দি, আ: রহিম ও মুক্তা বেগমকে আহত করে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মেলান্দহ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জয় গা ঢাকা দিয়েছে। অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-এ ব্যাপারে কনের পক্ষ মেলান্দহ থানায় অভিযোগ দিয়েছে।