পদত্যাগ করবেন না জাকারবার্গ
নিউজ ডেস্ক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গের নানা ব্যর্থতার জন্য তার পদত্যাগের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তবে তাদের সে দাবির জবাবে ফেসবুক থেকে পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাকারবার্গ।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ফেসবুক থেকে এখনে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। আর আমি এটা কখনোই করছি না।
ফেসবুকের সব ঘটনার দায়িত্ব নিয়ে অবশ্য জাকারবার্গ বলেন, আমি প্রতিষ্ঠানটি চালাই। এখানে কি ঘটছে এসবকিছুর জন্য আমাকেই জবাবদিহি করতে হবে।
ক্রনের ভাষায়, ফেসবুক কোনও প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না। তাদের মনে রাখতে হবে, এটা একটি প্রতিষ্ঠান এবং এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলাদা ব্যক্তি হওয়া প্রয়োজন।
সম্প্রতি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রাখতে ব্যর্থ হওয়া ও হঠকারি সিদ্ধান্তের কারণে শেয়ার বাজারে দর হারানোর কারণে প্রতিষ্ঠানটির প্রধান সমালোচিত হন।