লেনদেন - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

লেনদেন
সাজেদা পারভিন সাজু
———-
কখনো সূর্য ওঠা ভোর,
মিষ্টি রোদ একটু উষ্ণতা,
কখনো চৈত্রের ভর দুপুর
যেখানে থাকে শুধুই তাপের দহন ।
বিকেলের নরম রোদের কমলতা
তাতে থাকে দিনের ক্লান্তি ।
তার বিষর্জনে সন্ধ্যা নামে
ফুরাই সব লেনদেন
এই ই জীবন ।
তাকেই মিছে বয় !!