স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় অফিস সহকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
স্কুল ছাত্রী উত্যক্তের শিকার হয়েছে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর দক্ষিন তারাবুনিয়া কিরন নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ঐ স্কুল ছাত্রীকে উত্যক্ত করেছে বিদ্যালয়ের অফিস সহকারী-হিসাব কাম কম্পিউটার শাহিন বেপারী (৩৫) নামে এক লম্পট। গত ১৭ই আগস্ট সোমবার স্কুল ছাত্রী বাদী হয়ে অফিস সহকারী শাহিন বেপারীর বিরুদ্ধে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। স্কুল ছাত্রীকে উত্যক্ত করার বিষয়কে কেন্দ্র করে, দক্ষিন তারাবুনিয়া, কিরননগর, আফা মোল্লার বাজার ও মাল বাজার সহ স্থানীয় গ্রাম বাসীর মধ্যে শুরু হয়েছে নানা প্রকার আলোচনা ও সমালোচনার ঝড়। অফিস সহকারী শাহীন বেপারী দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই প্রত্যাশা জনসাধারনের মনে। দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্কুল ছাত্রীর মামা গণমাধ্যমকে বলেন দীর্ঘ দিন যাবত বিদ্যালয়ের অফিস সহকারী শাহীন বেপারী আমার ভাগ্নীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। উত্যক্ত করার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফজল হক’কে অবগত করলে প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্ব দেয়নি এবং কালক্ষেপন করেছে। আমি নিরুপায় হয়ে আমার ভাগ্নী ভবিষ্যতের কথা চিন্তা করে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং লম্পট শাহীন বেপারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। লিখিত অভিযোগে তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার সাব-ইন্সপেক্টর বজলুর রহমানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, অভিযুক্ত শাহীন বেপারী পলাতক রয়েছে। ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আল নাসীফ এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, সখিপুর থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং পুলিশকে বলে দিয়েছি সঠিকভাবে তদন্ত করে তদন্ত প্রতিদেন জমা দেওয়ার জন্য ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য। শাহীন বেপারী দক্ষিন তারাবুনিয়া খলির মালের কান্দি গ্রামের মিজান বেপারীর ছেলে এবং দুই সন্তানের জনক বলে জানা গেছে।
