অসময় - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

অসময়
সাজেদা পারভিন সাজু
———-
কত রথী, মহিরথী
কত ঐশ্বর্য,বিলাস
খসে পড়ছে মুহূর্তে!
কিন্তু, রাস্তার ধারের
ঐ বটগাছটা রয়েছে দাঁড়িয়ে
অবহেলায় আর অনাদরে ।
সে গুনছে দিন প্রতি মুহুর্তে
তবুও তার দিন যাচ্ছে বেড়ে ।
তার সময়ের কি কোন দাম আছে ?
সময়, তুমি বড্ড একপেশে
অসময়েও তুমি কেন
আমায় রাখো ধরে ??