শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

আওয়ামী লীগের দুর্ভাগ্য - আলহাজ্ব আবদুল খালেক

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২০ রোববার

বঙ্গবন্ধু উত্তর আওয়ামী লীগের ইতিহাস খুব সুখকর নয়। দুর্দিনের আওয়ামী লীগার গণ প্রায়-ই বঞ্চিত-ই ছিলেন। মোক্ষম সময়ে সুবিধাবাদী গণ-ই পদ পদবী আর ক্ষমতা ভোগ করতে থাকবে এটাই আওয়ামী লীগের দুর্ভাগ্য। 

খোন্দকার মোশতাক প্রথমে সংসদ বাতিল করে নাই। স্পিকার আবদুল মালেক উকিল মোশতাকের প্রতিনিধি হিসেবে লন্ডন সফরে গিয়ে বললেন ফিরাউনের রাজত্ব থেকে আল্লাহ্ বাংলাদেশকে রক্ষা করেছেন। লন্ডনে নিশ্চয়ই জীবনের ভয় ছিলনা। অবশ্য ১৯৭৮ উকিল সাহেব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশুদ্ধ আওয়ামী লীগার জহুরা তাজ উদ্দিন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দীর্ঘ ২ বছর শত প্রতিকূলতার মধ্যে সারা দেশ ঘুরে  তৃণমূল কে সংগঠিত করলেন। নিয়তির পরিহাস কাউন্সিল অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত  হতে পারেন নাই।

(চলমান)

লেখকঃ
আলহাজ্ব আবদুল খালেক
সাবেক কোষাধ্যক্ষ
কুমিল্লা জেলা আওয়ামী লীগ।