ক্ষমা - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৬ আগস্ট ২০২০ রোববার

ক্ষমা
সাজেদা পারভিন সাজু
———-———-
আজ আমার ক্ষমা চাওয়ার দিন
শুধুই ক্ষমা চাই ।
যদি বলো প্রেমের জন্য
সেটাতেও আমি ক্ষমা চাইবো ।
স্বীকার করছি আমি অপরাধী
দু’হাত তুলে করজোড়ে
ক্ষমা চাইলাম ।
পরদিন ঠিক বললে আমাকে
‘তোমার কোন ক্ষমা নেই’
আমি বললাম’ ভূলের ক্ষমা
মানুষকে করতে হয়’
বললে তখন’ শুধু মানুষ না আমি না কি
মনকে ও হত্যা করেছি নির্দিধায়’
সেটাও স্বীকার করেছি ।
যদি বলো আমি হত্যাকারী
বলতেই পারো
আমার হাত এখনো রক্তে ভেজানো !!