বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সাকিবের ফেরার অপেক্ষায় বিসিবি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৬ আগস্ট ২০২০ রোববার

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন সাকিব আল হাসান। আর আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এ সফরেই নাকি মাঠে ফিরতে পারেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মুখেও তেমনটাই শোনা গেল। সাকিবের ফেরার জন্য অধীর আগ্রহে আছেন বিসিবিপ্রধান।

আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। এর এক মাস পর ২৪ অক্টোবর থেকে টেস্ট সিরিজ শুরু হবে। সিরিজ চলাকালীনই সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তাহলে কি এই সিরিজেই ফিরবেন সাকিব? ফিটনেস ঠিক থাকলে সেটাই হতে পারে। তাই তাঁর ফিটনেস ফিরে পাওয়াকেই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন নাজমুল হাসান। নিষেধাজ্ঞা শেষে শ্রীলঙ্কা সফরের মাঝপথে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে পাওয়ার আশা বিসিবিপ্রধানের।

গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান জানান, নিষেধাজ্ঞা থেকে মুক্তির দিন থেকেই দলে থাকতে পারবেন সাকিব, ‘যখনই সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে, তার পর থেকেই সে আমাদের হয়ে খেলতে পারবে। তখন থেকেই সে অ্যাভেইলেবল। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, সে কবে ফিরবে। তবে এটার সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব্যাপার আছে।’

তবে এ মুহূর্তে দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন না সাকিব। তবে তাঁর ফিটনেসের দিকে নজর রাখবে বিসিবি। সভাপতি বলেন, “আমরা এখন থেকেই তাকে দেখব। আমাদের কোনো ফিজিও ‘ওয়ান টু ওয়ান’ তাকে দেখতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। ও আগে (শ্রীলঙ্কায়) চলে গেলে আমরা সেখানে তার অবস্থা পরীক্ষা করতে পারি। হঠাৎ করে গিয়েই তো খেলতে পারবে না।’

‘সাকিব ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি, সে ফিট থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে’, যোগ করেন নাজমুল হাসান।