ফিরে এসো - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ০১:০৮ এএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার

ফিরে এসো
সাজেদা পারভিন সাজু
বাড়িটা আছে ঠিক আগেরই মতো
যেমনটি গিয়েছো রেখে ।
নীচের ড্রইংরুমটাতে
শো’কেসের ভিতর, পাশে
রাসেলের ছোট্ট সাইকেল
স্থির দাঁড়িয়ে আছে
সেই কবে থেকে-
শুধু দেখি রমা’র বয়স
খানিকটা বেড়ে গেছে ।
পেশাগত কারনে ও বাড়িতে গিয়েছি বহুবার
প্রথম যেদিন বাবার হাত ধরে
১৯৮৬ সালে গিয়েছিলাম ৩২ নম্বরে !
তখন কিন্তু কিছুই ছিলনা সাজানো
এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে শুধু
বাইরে জানালার ফাঁক দিয়ে
দেখেছিলাম সাইকেলটি ।
ইতিহাসের সেই নির্মম, নিষ্ঠুর হত্যাকাণ্ডের পরে
যিনি ক্যামেরাবন্দি করেছিলেন
জিয়া ভাই, সেদিন যেতে যেতে সিঁড়ি’র কাছে
থমকে দাঁড়িয়ে বললেন ‘ ঠিক এইখানে
জনক আছে পড়ে, কি আশ্চর্য !!’
সিঁড়ির ঠিক উপরে বেগম মুজিব ।
তার পরের বর্ননা শুনেছিলাম
আর প্রতিটি ঘরের দৃশ্য দেখেছি,
দেখেছি রাসেল যেখানে ছিল পড়ে
জেনেছি অনেক খুঁটিনাটি
যা আগে জানতাম না কখনোও
মনের মধ্যে জাগিয়ে দিলেন অন্য এক বোধ
জিয়া ভাই তিনিও আজ নেই ।
উপরে তিন তলার ঘরটি শেখ কামালের
তানপুরার তারগুলোই জমেছে ধুলো...
শুধু রাখা আছে আগের মতো
বহুদিন তার স্পর্শের অপেক্ষায়
আবাহনির জার্সিও ।
বঙ্গবন্ধু, তুমি সবাইকে নিয়ে
এসো ফিরে ।
আগের মতো সব রেখেছে সাজিয়ে
শেখ হাসিনা ও শেখ রেহানা ।
শুধু পাল্টে দিয়েছে ধানমন্ডিসহ
গোটা বাংলাদেশটাকে ।
আমাদের ক্ষমা করে
তোমার সোনার বাংলায়
তুমি এসো ফিরে।।