আছো তুমি - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ১১:০৬ এএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার

আছো তুমি
সাজেদা পারভিন সাজু
তুমি আছো
বাংলার নদী, নালা
মাঠ ক্ষেত প্রান্তরে ।
আছো ভাটিয়ালী, জারি, সারি
আধুনিক অঙ্গনে ।
কৃষক, শ্রমিক, কুলি,মেহনতি
মানুসের অন্তরে ।
ছাত্র, ছাত্রী, শিক্ষক,শিক্ষিকা
খোঁজে বইয়ের অক্ষরে ।
নৌকার মাঝিরা আশায় দিন গোনে
এক একটি প্রহরে ।
শস্য শ্যামল ফুলেও ফলে
শীত, বর্ষা, শরৎ, হেমন্ত
কিংবা বসন্তে
বারো মাসই আছো তুমি
কোটি কোটি মানুষের হৃদয়ে ।।